বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আ’লীগের ‘ডিএনএ’তেও গণতন্ত্র নেই, এই দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হবেনা- সালাহউদ্দিন আহমেদ

ভয়েস প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, পিআর পদ্ধতিতে কোন নির্বাচন হবেনা। যারা পিআর দাবী করছে তারাসহ সবাইকে নিয়ে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে আগামী ডিসেম্বর মাসে নির্বাচনের তফসিল ঘোষণা হবে। তিনি বলেন, দেশে নির্বাচনী মৌসুম শুরু হয়ে গেছে।

সালাহউদ্দিন বলেন, আওয়ামী লীগের ‘ডিএনএ’তেও কোন গণতন্ত্র নেই, রক্তস্নাত আন্দোলনে পতনের মাধ্যমে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল ছিলনা। ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম সন্ত্রাস বিরোধী আইনের আওতায় স্থগিত করা হয়েছে।

আজ শনিবার বিকালে চকরিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে আয়োজিত বিশাল জনসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহ উদ্দিন আহমেদ আরো বলেন, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের সব স্তরে সংস্কার হবে। এবং দেশে সুন্দর রাজনৈতিক সংস্কৃতি চালু হবে।

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি এডভোকেট হাসিনা আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না।
সম্মেলনের উদ্বোধন করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী।

হাতপাখার সাথে যুক্ত হয়েছে আর একটি দল, যে দলটি সব সময় বাংলাদেশে বিভ্রান্তিকর রাজনীতি করেছে মন্তব্য করে বিএনপি নেতা ও চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, এক সময় যে দলটি স্বাধীনতার বিরুদ্ধে গেছে, আরেক সময় জনগনের বিরুদ্ধে গেছে। আরেক সময় মানুষের সেন্টিম্যানের বিরুদ্ধে গেছে। এবার তারা ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়।

তিনি বলেন, যারা আজ সংস্কার কমিশনে গিয়ে আলোচনা করছেন, খানা-পিনা খাচ্ছেন, সন্ধ্যা বেলা চলে যাচ্ছে, তারা কোন সিদ্ধান্ত দিচ্ছে না। তাদের বাংলাদেশের মানুষ চিনে।

নির্বাচনের সময়সীমা ঘোষনা হয়ে গেছে। ঘরে ঘরে গিয়ে কর্মীদেরকে ধানের শীষের পক্ষে সালাম দেওয়ার আহবান জানিয়ে সালাহ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের নির্বাচন পৃথিবীর মধ্যে একটি নজির স্থাপনকারী নির্বাচন হবে। সংস্কারের মধ্য দিয়ে দেশের জনগণের আশার প্রতিফলন হবে। গত ১৭ বছর বাংলাদেশে কোন রাজনৈতিক পরিবেশ ছিল না। রাজনীতি বন্দি ছিল কারাগারে। রাজনীতি বন্দি ছিল লন্ডনে। রাজনীতি বন্দী ছিল শিলং এ। এরকম উন্মুক্ত পরিবেশে রাজনীতি করার সুযোগ ছিল না।

এদিকে সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সর্বশেষ ২০২০ সালের ১২ মার্চ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। আর দীর্ঘদিন পর আয়োজিত সম্মেলন উপলক্ষে চকরিয়া সরকারি কলেজের আশপাশের এলাকার সড়ক-উপসড়কে তোরণ, ব্যানার, ফেস্টুন, পোস্টারে ছেয়ে যায়।

সম্মেলনকে কেন্দ্র করে উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ আশাপাশের এলাকা থেকে বিএনপির নেতাকর্মিরা বর্ণাঢ্য মিছিল সহকারে জনসভায় যোগদান করেন। অর্ধলক্ষাধিক মানুষের অংশগ্রহণে সম্মেলনের জনসমাবেশ রূপ নেয় বিশাল নির্বাচনী জনসভায়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION