বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কক্সবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন: খুব শীঘ্রই হচ্ছে মাদক পরীক্ষাগার

তানিয়া তানি:

কক্সবাজারে খুব শীঘ্রই একটি মাদক পরীক্ষাগার নির্মাণ করা হবে। পাশাপাশি মাদককারবারিদের নতুন করে একটি তালিকা তৈরী করা হবে বলে জানিয়েছেন কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সৌমেন মন্ডল।

আজ সকালে কক্সবাজার সাংস্কৃতিককেন্দ্রে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সৌমেন মন্ডল জানান- ‘কক্সবাজারে কোন ধরণের মাদক পরীক্ষাগার নেই। একারণে প্রত্যেক সংস্থা এটি নিয়ে অনুবাদন করেন। একটি মাদক পরীক্ষাগারের অভাবে রাসায়নিক পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। ফলে কেমিক্যাল রিপোর্ট দ্রুত না পাওয়ায় আদালতে মামলার অগ্রগতি নেই বললেই চলে। এছাড়াও কক্সবাজার জেলায় নতুন করে একটি মাদককারবারিদের তালিকা প্রণয়ন করা হবে। এতে করে মাদককারবারিদের খুব দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।’

লিখিত বক্তব্যে সৌমেন মন্ডল আরো জানান- কক্সবাজার ও পারিপার্শ্বিক এলাকা দিয়ে মাদক পাচারের যে নেটওয়ার্ক তৈরী হয়েছে তা বিপর্যস্ত ও সমূলে ধ্বংস করার লক্ষ্যে টাস্কফোর্স কাজ শুরু করেছে। টাস্কফোর্স এর কাজের মূল তিনটি ধারা রয়েছে। সেগুলো হচ্ছে- আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং সশস্ত্র বাহিনীর সমন্বিত পদক্ষেপের মাধ্যমে মাদকবিরোধী নজরদারী বাড়ানো সহ সাড়াশি অভিযান পরিচালনা করা। মাদক চোরাচালান রোধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং মাদক সংক্রান্ত মামলাগুলোর দ্রুত আইনি নিষ্পত্তি নিশ্চিত করা।

এই সকল ধারাকে সামনে রেখে টাস্কফোর্স ইতোমধ্যে এক যোগে কাজ শুরু করেছে। যার ফলশ্রুতিতে, গত ১৫ জুলাই থেকে আজ পর্যন্ত এই স্বল্প সময়ের মধ্যে, মাদকবিরোধী টাস্কফোর্সের সমন্বিত অভিযানের মাধ্যমে ২১ লাখ ৭৯ হাজার ৪৮৩ পিস ইয়াবা, ১৪৯২.৫ লিটার বাংলা মদ, ৩৮ কেজি ৩২১ গ্রাম গাঁজা, ৭৩৫ ক্যান বিয়ার এবং ২ কেজি ৫৮৫ গ্রাম ক্রিস্টাল মেথ জব্দ করা হয়েছে। এই সময়ে ৩৪৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করে মামলা প্রদান করা হয়েছে। এই টাস্কফোর্সের কার্যক্রম কে আরোও সুসংহত করতে টাস্কফোর্স সকলের সহযোগীতা প্রত্যাশা করে।

উল্লেখ্য, চলতি বছরের গত ১৪ জুলাই কক্সবাজার বিয়াম আঞ্চলিক কেন্দ্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ) এর সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায়, জিওসি ১০ পদাতিক ডিভিশন এর নেতৃত্বে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় জনপ্রশাসনের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর প্রজ্ঞাপনের আলোকে গত ২০ জুলাই ‘রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য টাস্কফোর্স’ গঠন করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION