বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

জয়ার বছর রমরমা

বিনোদন ডেস্ক:
প্রায় এক যুগেরও বেশি সময় ধরে ওপার বাংলার সিনেমায় সুনামের সঙ্গে কাজ করে আসছেন বাংলাদেশি মডেল-অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলায় সমান সমাদৃত এই তারকা কলকাতার সিনেমায় অভিনয় করে যেমন দর্শক ও সুধী মহলের ভূয়সী প্রশংসা অর্জন করছেন, তেমনি প্রতিবছরেই একাধিকবার বগলদাবা করে নিচ্ছেন সেখানকার সেরা অভিনেত্রীর পুরস্কার। বাংলার গণ্ডি পেরিয়ে হিন্দি সিনেমাতে অভিনয় করেও মুগ্ধ করেছেন দর্শককে।

জয়ার ভাষ্য, ‘একজন শিল্পীর গণ্ডি যতদূর বাড়ানো সম্ভব সেটা সে বাড়াবে। আমিও এক সময় বাংলাদেশে কাজ শুরু করেছি, তারপর কলকাতা গিয়ে কাজ করছি। তাই আমি মনে করি, শিল্পীর কোনো ভুবন বা সীমানা থাকা উচিত নয়। একজন শিল্পী সব জায়গায় কাজ করবে। এর কোনো কারণ লাগে না।’ তবে বিগত কয়েক বছরের তুলনায় চলতি বছরটি স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জয়া আহসান। কারণ হিসেবে তিনি জানান, ২০২৫ সালে একের পর এক কাজ নিয়ে দুই বাংলার দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। শুরুটা হয়েছিল ওটিটি দিয়ে। গত ২৮ মার্চ মুক্তি পেয়েছিল জয়ার প্রথম ওয়েব সিরিজ ‘জিম্মি’। এরপর দুই বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়া অভিনীত পাঁচটি সিনেমা। সবশেষ গত ১ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘পুতুলনাচের ইতিকথা’। এই সিনেমার রেশ না কাটতেই আবারও পর্দায় আসছেন জয়া। দেশের প্রেক্ষাগৃহ ও ওটিটিতে আসছে তার দুটি সিনেমা।

‘ফেরেশতে’ মুক্তি পাবে প্রেক্ষাগৃহে, আর ওটিটিতে আসছে ‘জয়া আর শারমিন’।ফেরেশতে নির্মিত হয়েছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায়। বানিয়েছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। সুবিধাবঞ্চিত একটি পরিবারের গল্প নিয়ে তৈরি হয়েছে ফেরেশতে। এতে জয়া আহসান ছাড়া আরও অভিনয় করেছেন সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা, শিশুশিল্পী সাথী প্রমুখ। সিনেমার প্রযোজনার সঙ্গেও যুক্ত আছেন জয়া আহসান।

২০২২ সালে নির্মাণ শেষে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ফেরেশতে। সিনেমাটি গত বছর ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং মানবিক দৃষ্টিভঙ্গির জন্য ইরানের জাতীয় পুরস্কার জেতে। এ ছাড়া গত বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা ছিল এটি। এবার প্রেক্ষাগৃহে মুক্তির পালা।

অন্যদিকে এই সেপ্টেম্বরে প্ল্যাটফর্মটিতে মুক্তি পাচ্ছে ‘জয়া আর শারমিন’। পিপলু আর খান পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত ১৬ মে। জয়া আর শারমিন সিনেমার গল্প গড়ে উঠেছে দুই নারীকে নিয়ে। জয়া একজন অভিনেত্রী; অন্যজন তার সহকারী। করোনা মহামারীর কারণে বাইরের জগতের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে তারা দুজন গৃহবন্দি জীবন কাটাতে বাধ্য হয় দীর্ঘ সময়। প্রথম দিকে তাদের সম্পর্কটা ছিল পেশাগত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কের পরিধি বাড়তে থাকে। একসঙ্গে রান্না, গল্প করা, পুরনো স্মৃতিচারণা সবকিছুতেই তারা একে অপরের সঙ্গী হয়ে ওঠে। তারপরও এ ঘনিষ্ঠতার মধ্যে ছিল অদৃশ্য এক দেয়াল। জয়ার তারকাখ্যাতি এবং শারমিনের সাধারণ জীবনের ফারাক একটা সময় তাদের সম্পর্ককে জটিল করে তোলে। সম্পর্কের উত্থান-পতনের গল্পই দেখা যাবে এই সিনেমায়।

‘গণধর্ষণের হুমকিদাতা’ সেই আলী হুসেনকে বহিষ্কার করল ঢাবি‘গণধর্ষণের হুমকিদাতা’ সেই আলী হুসেনকে বহিষ্কার করল ঢাবি
এদিকে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। গত কয়েক বছরের মতো এবারও কলকাতার পূজা মণ্ডপগুলোতে দেখা মিলবে জয়ার। এই অভিনেত্রী বলেন, ‘পূজা বললে একটাই নাম মনে পড়ে, আর সেটা হলো কলকাতা। আমার এবারের পূজার প্ল্যান কলকাতাতেই। এবার কলকাতাতেই থাকছি। একটু কাজ, একটু ঘোরাঘুরি, সব কিছু নিয়েই আশা করছি সময়টা ভালোই কাটবে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION