বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সহিংসতা, ভাঙচুর ও অরাজকতার ঘটনায় দুই টিকিট ইজারাদারসহ অজ্ঞাতনামা প্রায় ৭০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলাউদ্দীন শনিবার রাতে মামলাটি দায়ের করেন। মামলায় নাম উল্লেখ করে আসামি করা হয়েছে টিকিট ইজারাদার মো. ইব্রাহিম বাবু ও শাফায়েত মুন্নাকে। তারা দু’জনেই সাবেক ফুটবলার হিসেবে পরিচিত।
মামলার এজাহারে বলা হয়, অতিরিক্ত মুনাফার লোভে ইজারাদাররা গ্যালারির ধারণক্ষমতার তুলনায় তিন থেকে চারগুণ বেশি টিকিট বিক্রি করেন, তাও আবার বেশি দামে। এর ফলে স্টেডিয়ামে অতিরিক্ত দর্শক ঢুকে পড়ে, যা জনসমাগমের নিয়ন্ত্রণ হারিয়ে সহিংস রূপ নেয়।
জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলাউদ্দীন অভিযোগে উল্লেখ করেন, ইজারাদারদের অব্যবস্থাপনা ও মদদের কারণে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়ামের মতো রাষ্ট্রীয় স্থাপনাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। অজ্ঞাত ৫০০-৭০০ জন দুষ্কৃতিকারী দাঙ্গা সৃষ্টি করে, সরকারি কর্মকর্তাদের ওপর হামলা চালায়, অগ্নিসংযোগ ও ভাঙচুর করে এবং সরকারি কাজে বাধা দেয়। এতে অন্তত ৩০ জন আহত হন, যাদের মধ্যে ইউএনও ও পুলিশ সদস্যও রয়েছেন।
এই ঘটনায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) সংশোধন আইন, ২০১৯ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেন ওসি ইলিয়াস খান।
মামলার সাক্ষী হিসেবে জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সাত সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার কক্সবাজারের বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়ামে রামু ও উখিয়া উপজেলার মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অতিরিক্ত দর্শকের চাপে স্টেডিয়ামের নিয়ন্ত্রণ হারিয়ে গেলে খেলা স্থগিত করা হয় এবং তখনই ঘটে হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলার এই ঘটনা।
ভয়েস/জেইউ।