শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
গত কয়েক দিন থেকে আলো নিউজ২৪ডটকমসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে টেকনাফ বাহার ছড়ায় স্কুল ছাত্রী অপহরণের মূলহুতারা এখনো ধরা ছোঁয়ার বাহিরে শিরোনামে প্রকাশিত সংবাদটির একাংশের জোর প্রতিবাদ করছি এবং আমার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের আবেদন করছি। এলাকায় আমি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি দায়িত্ব পালন করে আসছি।
আসল ঘটনা হলো
টেকনাফ উপজেলা বাহার ছড়া বড়ডেইল গ্রামের প্রবাসী মো আমিনের মেয়ে হামিদা বেগম (১৮), একই এলাকার মারিষবনিয়া গ্রামের প্রবাসী বশির আহাম্মদের পুত্র আবছার উদ্দিনের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের বাস্তবে রূপ দিতে হামিদা তার বাবা মাকে নাকি একধিকবার আবছারকে বিয়ে দিতে বলে আসছিল। কিন্তু কিছুতেই তার বাবা মা এই বিয়েতে রাজি না হওয়ায়, হামিদা গত কয়েকদিন আগে কাউকে কিছু না বলে স্বইচ্ছায় আবছারের হাত ধরে পালিয়ে বিয়ে করতে যান বলে এলাকাবাসী সূত্রে জানাতে পেরেছি আমি । শুনলাম ইতোমধ্যে দেশের প্রচলিত আইন অনুযায়ী ইসলামি শরিয়ামোতাবেক বিয়ে করে পেলছেন তারা। বিষয় টি হামিদা ভিডিও বার্তায় নিজ মুখে স্বীকারও করেছেন। কেউ তাকে জোর করে নিয়ে যায়নি, সে স্বইচ্ছায় চলে গেছে, এখানে তিনি মিথ্যা অপহরণ মামলায় নিরীহ কাউকে হয়রানি না করার জোর প্রতিবাদও জানান।
এদিকে হামিদার বাবা মা তাদের মেয়ে সম্পুর্ন স্বইচ্ছায় আবছারকে বিয়ে করতে চলে আসার বিষয়টি জানার পররেও ক্ষুদ্ধ হয়ে হামিদার পরিবার টেকনাফ মডেল থানায় ৫ জনকে আসামি করে একটি চরম মিথ্যা অপহরণ মামলা দায়ের করেছেন। আমি আবছার উদ্দিনের কেউ নয়, অথচ
সেই মামলায় কোন কারণ ছাড়া সম্পূর্ণ পূর্ব শ্রুতার জের ধরে ওই মামলায় আমাকে ২নং আসামি করা হয়। এতে আমি চরম মর্মাহত ও দূঃখ প্রকাশ করছি। একই সাথে মিথ্যা অপহরণ মামলা প্রত্যাহার ও মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রনদিত সংবাদের তিব্র প্রতিবাদ করছি। এতে কাউকে এই সংবাদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।
প্রতিবাদকারী,
সাইফুল কাদের
সভাপতি, মারিষবনিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি,
বাহার ছড়া টেকনাফ।
এড/ভয়েস/আআ