রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আগামি নির্বাচন হবে শান্তিপূর্ণ ও স্বচ্ছ : প্রধান উপদেষ্টা দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদে আরাফাত চৌধুরীর তীব্র প্রতিবাদ টেকনাফে ডাকাত দলের অস্ত্রসহ গ্রেপ্তার ১১ চকরিয়ায় ব্রিজ এলাকায় নবজাতকের লাশ উদ্ধার জুলাই সনদ ৪ উপায়ে বাস্তবায়নের প্রস্তাব বিশেষজ্ঞদের: আলী রীয়াজ ইউরোপীয় কমিশনের প্রস্তাব ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিতের আফগানিস্তানকে হারিয়ে আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ অভিনয় ছাড়ার পর তামিম মৃধা রিজিক নিয়ে যা বললেন টেকনাফে বসতঘর থেকে ৫ কোটি টাকার ইয়াবা নিয়ে রোহিঙ্গা নারীসহ গ্রেপ্তার ৩ চকরিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান নবী হোছাইন গ্রেপ্তার

ঈদগাঁওতে কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভাঙচুর 

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সদরের ঈদগাঁওর অন্যতম আত্ম-কর্মসংস্থান ও যুব উন্নয়নমূলক প্রতিষ্ঠান ই.টি.এস কম্পিউটার ইন্সটিটিউটে ভাঙচুর এবং দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধচক্র লুট করে নিয়ে গেছে ১৪টি ল্যাপটপ, ১টি ম্যাকবুক এবং ড্রয়ারে থাকা নগদ ৭,৮০০ টাকা। এছাড়া কম্পিউটার ল্যাবের ৬টি চেয়ার ও বিভিন্ন আসবাবপত্র ভেঙে চুরমার করা হয়েছে। এতে অন্তত ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় এজাহার দিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ও আহত তারেকুল হাসান।

গত ৮ সেপ্টেম্বর সকালে ঘটনাটি ঘটে। ৯ সেপ্টেম্বর পর্যন্ত লুটকৃত মালামাল উদ্ধার হয় নি। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছেন।
ন্যাক্কারজনক ঘটনাটির সাথে ভবন মালিকসহ একটি সংঘবদ্ধচক্র জড়িত বলে অভিযোগ করা হয়।

ই.টি.এস কম্পিউটার ইন্সটিটিউটের পরিচালক তারেকুল হাসান জানান, ঈদগাঁও বাস স্টেশনের আশরাফ আলী ম্যানশনের দ্বিতীয় তলায় গত ৫ বছর যাবত তার প্রতিষ্ঠানটি চলমান। করোনার কারণে প্রতিষ্ঠানটি প্রায় ৫ মাস ধরে বন্ধ ছিল। সে কারণে কয়েক মাসের ভাড়া বকেয়া থেকে যায়। ইতোমধ্যে দুই মাসের ভাড়া পরিশোধ করেন। বকেয়া টাকা পরিশোধের জন্য মালিক থেকে সময় নেন।

তিনি জানান, করোনাকালে অনেক দোকান/ভবন মালিক ভাড়া মওকুফ করেন। কিন্তু আশরাফ আলী ম্যানশনের মালিক ১ টাকাও ছাড় দেন নি। প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে ভাড়া দিতে দেরী হওয়ায় কয়েকবার মালিকপক্ষের সাথে বাকবিতন্ডা হয়। হামলা ও মারধর করতে তেড়ে আসে অনেকবার। চুক্তির মেয়াদ শেষ না হলেও ট্রেনিং সেন্টার ছেড়ে দিতে নানাভাবে হুমকি ও চাপ দিতে থাকে।

৮ সেপ্টেম্বর কক্সবাজার সদর মডেল থানায় তারেকুল হাসানের সাক্ষরে দায়েরকৃত এজাহারে উল্লেখ আছে, গত ৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ করে তিনি বাড়ি চলে যান। পরের দিন সকাল ১০টার দিকে দেখেন, ট্রেনিং সেন্টারের তালা ভাঙা এবং দরজা খোলা। ট্রেনিং সেন্টারের ভেতরে ঢুকে দেখেন, সব হাওয়া। সরকার থেকে অনুদানকৃত ৫টি ল্যাপটপসহ সর্বমোট ১৪টি ল্যাপটপ, ১টি ম্যাকবুক এবং ড্রয়ারে থাকা নগদ ৭,৮০০ টাকা লুট করেছে। ৬টি চেয়ার ও বিভিন্ন আসবাবপত্র ভেঙে ফেলা হয়েছে। যাতে প্রতিষ্ঠানটির ৮ লাখ টাকা মতো ক্ষতি সাধন হয়েছে।
ঘটনার বিষয়ে ভবন মালিকের কাছে জানতে চাইলে উল্টো মারধরে আহত করা হয় সরকার অনুমোদিত কম্পিউটার ট্রেনিং সেন্টারটির পরিচালক তারেকুল হাসানকে। পরে শিক্ষার্থী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ঘটনার সঙ্গে আশরাফ আলী ম্যানশনের মালিক আবদু ছালাম, তার ছেলে আবদু শুক্কুর, মো. রাসেল, নুরুল কবির, ভাই আবদুর রশিদের ছেলে মো. ইলিয়াছ ও আব্দুল কাদের নামক এক ব্যক্তি জড়িত বলে জানান ভিকটিম তারেক।
কম্পিউটার ট্রেনিং সেন্টারটি তাড়িয়ে অরেকটি পক্ষ থেকে অধিক সুবিধা নিয়ে ভাড়া দিতে হামলা ও লুটের ঘটনাটি ঘটানো হয়েছে, যা সঠিক তদন্তে বেরিয়ে আসবে।
ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি ও উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেন তারেকুল হাসান।

ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামান ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, ই.টি.এস কম্পিউটার ইন্সটিটিউট কারিগরি শিক্ষাবোর্ড, যুব উন্নয়ন অধিদপ্তর এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমোদিত একটি কর্মমুখি প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানটি বেকারত্ব দূরীকরণের পাশাপাশি গত ৫ বছর ধরে দেশবিদেশে দক্ষ জনবল সরবরাহ করে সুনাম কুড়িয়ে আসছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION