বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফের নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে নৌকাসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি। শনিবার দুপুরে নাফ নদীর ওই এলাকায় এঘটনা ঘটে বলে নৌকার মালিক ও স্থানীয়রা জানিয়েছেন।
অপহৃত জেলেরা হলেন- আলি আহমদ, মোহাম্মদ আমিন, ফজল করিম, কেফায়েত উল্লাহ, সাইফুল ইসলাম, সাদ্দাম হোসেন, রাসেল, সোয়াইব, আরিফ উল্লাহ, মোহাম্মদ মোস্তাক, নরুল আমিন। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ‘নৌকাসহ ১২ জেলে আটক হওয়ার বিষয়টি শুনেছি। জেলেদের দ্রুত ফেরত আনার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছি।।’
স্থানীয় নৌকার মালিক সোলতান আহমেদ জানিয়েছেন- ‘তার নৌকায় ১২ জেলে সাগরে মাছ শিকারে যায়। বৈরী আবহাওয়ার কারণে জেলেরা ঘাটে রওনা করেন। পথে আরাকান আর্মির সদস্যরা নৌকাসহ জেলেদের ধরে নিয়ে যায়। জেলেরা নিরাপদে নেই। এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এটির স্থায়ী সমাধান হওয়া দরকার।’
ভয়েস/আআ