শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির পক্ষে মহেশখালী প্রেস ক্লাবের নবনির্বাচিত পরিষদকে অভিনন্দন দেশের একমাত্র পাহাড়ী দ্বীপ মহেশখালীর ঠাকুরতলা-ডেইলপাড়ায় ২০০৩ খ্রি. প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির পক্ষে উক্ত গ্রন্থাগারের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে এডভোকেট মুহাম্মদ এরফান উল্লাহ ও এডভোকেট নুরুল আলম অদ্য এক যুক্ত বিবৃতিতে মহেশখালী প্রেস ক্লাবের নবনির্বাচিত পরিষদকে অভিনন্দন জানিয়েছেন।
উক্ত বিবৃতিতে নবগঠিত পরিষদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাঁদের সফলতা কামনা করেন।
নেতৃবৃন্দ মহেশখালী সাংবাদিকগণের অধিকার আদায় ও হলুদ সাংবাদিকতার বিপরীতে সাংবাদিক হিসাবে যথাযথ দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা পালন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির কার্যক্রমে মহেশখালী প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন।
ভয়েস/জেইউ।