বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
গত ৫ আগস্টের পর বাংলাদেশ-ভারত সম্পর্কে যে পরিবর্তন হয়েছে তা মেনে নিয়ে দিল্লিকে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হেসেন।
রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান। ৪০তম সার্ক চার্টার দিবস উপলক্ষে এ সেমিনারের আয়োজন করে সার্ক জার্নালিস্ট ফোরাম।
তৌহিদ হোসেন বলেন, গত দু-তিন মাস ধরে যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক মন্দা যাচ্ছে- তা ভারত ও বাংলাদেশ উভয়কেই প্রভাবিত করছে। ৫ আগস্টের আগে এবং পরে ভারতের সঙ্গে সম্পর্কের গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, সোমবার (৯ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র সচিব আসছেন। তিনি আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন। আশা করছি ফলপ্রসূ আলোচনা হবে।
তিনি আরও বলেন, পাকিস্তান ও ভারতের রিজার্ভোশনের কারণে আঞ্চলিক সহযোগিতা ছিল না। প্রতি বছর সামিট হওয়ার কথা ছিল। রাষ্ট্র বা সরকার প্রধানদের মধ্যে দেখা সাক্ষাৎ হচ্ছে না। সার্কের মাধ্যমে সেটা করা যেতে পারে। এ ছাড়া ব্যবসায়ীক ও অর্থনৈতিক স্বার্থে সার্কের কার্যক্রম শুরু করা দরকার। প্রধান উপদেষ্ট ড. ইউনূস চান সার্কের কার্যক্রম শুরু হোক।
ভয়েস/জেইউ।