বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেতা হৃতিকের সঙ্গে বিচ্ছেদ হয় সুজানা খানের। অভিনেতা খুঁজে পেয়েছেন তার জীবনের নতুন সঙ্গী সাবা আজাদকে। সুজানার জীবনও থেমে থাকেনি তিনিও নতুন করে খুঁজে পেয়েছেন ভালোবাসার মানুষকে। বিগ বসের প্রতিযোগী আলি গোনির ভাই আর্সলান গোনিকে মন দিয়েছেন তিনি।
আর্সালানের সঙ্গে নাকি এবার ঘর বাঁধতে তৈরি সুজান। আর সে কারণেই পুরোনো বাড়ি ছেড়ে নতুন ফ্ল্যাট ভাড়া নিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, সুজানের নতুন এই ফ্ল্য়াটের ভাড়া মাসপ্রতি ২ লাখ ৩৭ হাজার টাকা। প্রেমিকের সঙ্গে থাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বিগ বসের প্রতিযোগী আলি গোনির ভাই আর্সলান গোনির সঙ্গে বহুদিন ধরেই বন্ধুত্ব সুজানের। এমনকী সুজান ও আর্সলানকে বহুবার একসঙ্গে ঘুরতে দেখা গেছে বিভিন্ন পার্টিতেও।
ভয়েস/আআ