বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা সংকট ও স্কুল ফিডিং কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ডব্লিউএফপি প্রধানের বৈঠক ঈদগাঁওয়ের ইউএনও বিমল চাকমার বিরুদ্ধে ২ কোটি টাকার চেক জালিয়াতির মামলা কাল থেকে অনলাইনে জামিননামা গ্রহণ শুরু: আইন উপদেষ্টা বিশেষ অভিযানে ঈদগাঁওতে দেশীয় অস্ত্রসহ সিএনজি চালক গ্রেফতার এনসিপি ১৯ অক্টোবরের মধ্যে প্রতীক না নিলে সিদ্ধান্ত নেবে ইসি তের বছর পর খোঁজ মিলল সেই উত্তম বড়ুয়ার! হামাস সব জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে মহেশখালীতে লবণের ন্যায্য মুল্য ও চোরাইপথে লবণ আমদানি বন্ধের দাবীতে লবণ চাষী সমাবেশ “রামুতে হত্যাচেষ্টা মামলার আসামীর সঙ্গে পুলিশের গভীর সখ্যতা” টেকনাফে বিদেশে পাঠানোর প্রলোভনে অপহরণ, র‌্যাবের হাতে গ্রেফতার ৩ 

পিএসজির বিপক্ষে ‘আন্ডারডগ’ মায়ামি, তবে হার মানতে নারাজ মাশচেরানো

খেলাধুলা ডেস্ক:
ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে ইউরোপ সেরা পিএসজির বিপক্ষে নামার আগে ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো অকপটে স্বীকার করলেন—তাদের দল কাগজে-কলমে দুর্বল, তবে আগে থেকেই হার মেনে বসে থাকতে রাজি নন তিনি। রবিবার আটলান্টার মার্সেডিজ-বেঞ্জ স্টেডিয়ামে নতুন চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজির বিপক্ষে মাঠে নামবে এমএলএস ক্লাবটি।

“আমরা আন্ডারডগ, এটা অস্বীকার করছি না,” শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন মাশচেরানো। “কিন্তু এর মানে এই না যে আমরা আগেই হেরে গেছি। এই জায়গায় পৌঁছানো সহজ ছিল না। দলটি এটা অর্জন করেছে। এখন আমাদের সেরা খেলাটা উপহার দিতে হবে বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে।”

ইন্টার মায়ামি প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপে খেলছে। গ্রুপ পর্বে এফসি পোর্তোর সঙ্গে ড্র এবং পামেরেইরাসের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে গ্রুপ ‘এ’ থেকে দ্বিতীয় হয়ে শেষ ষোলোতে উঠেছে দলটি।

মাসচেরানোর কণ্ঠে আত্মবিশ্বাস, “এই প্রতিযোগিতায় আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন আমরা দেখতেই পারি। ফুটবলে সব সম্ভব। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, খেলার আগে কেউ জিতে যায় না। আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখি।”

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে দুই মৌসুম কাটিয়েছেন মেসি, যেখানে তিনি খুব একটা সুখী ছিলেন না। এবারই প্রথমবারের মতো সেই পুরনো ক্লাবের বিপক্ষে খেলতে নামবেন তিনি। এই বিষয়ে বাড়তি গুরুত্ব দিতে রাজি নন মাশচেরানো, “লিওকে ঘিরে সবসময়ই আগ্রহ বেশি থাকে। আমরা আর্জেন্টাইনরা জানি, বিশ্বকাপ জয়ের পর তার প্রভাব কতটা। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, লিও ভালো আছে এবং আমাদের দলের অংশ।”

এই ম্যাচে মায়ামির বিপক্ষে পিএসজির ডাগআউটে থাকবেন মাসচেরানো, মেসি, বুসকেটস, সুয়ারেজ, জর্দি আলবার সাবেক বার্সা কোচ লুইস এনরিকে। ২০১৫ সালে এই দলটিই বার্সেলোনাকে এনে দিয়েছিল ট্রেবল। সাবেক কোচ সম্পর্কে এনরিকে বলেন, “লুইস আমার ক্যারিয়ারের অন্যতম সেরা কোচ। ওর সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। তার বিপক্ষে লড়াই করাটাও একটা চ্যালেঞ্জ।”

শেষ কথা মাশেচেরানোর, ‘”এই ম্যাচটা আমার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ কিনা, সেটা বড় বিষয় না। বড় বিষয় হলো, আমরা আমাদের প্রাপ্যতা অর্জন করেছি। এখন শুধু লড়াই করার পালা।”

রবিবারের পিএসজি-মায়ামি ম্যাচের জয়ীরা কোয়ার্টার ফাইনালে খেলবে বায়ার্ন মিউনিখ ও ফ্ল্মেযাঙ্গোর মধ্যকার ম্যাচজয়ীর সঙ্গে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION