বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০২:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চকরিয়ায় মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নারী-শিশুসহ নিহত-৫ ১০৭ রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত পাঠাল বিজিবি গণভোট জাতীয় নির্বাচনের আগে অপ্রয়োজনীয় ও অযৌক্তিক: মির্জা ফখরুল জুলাই সনদের আইনি ভিত্তি ও নভেম্বরে গণভোট দাবিতে ইসির সামনে জামায়াতসহ ৮ দল সাগর পথে মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ ২৬ রোহিঙ্গা উদ্ধার নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার টেকনাফে ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি ভুয়া জুলাইযোদ্ধাদের তালিকা প্রকাশ করল সরকার সোনাদিয়ায় সংরক্ষিত বনাঞ্চল ধ্বংসের ঘটনায় মামলা দায়ের কোনো কারণে জাতীয় নির্বাচন ‘সঠিক সময়ে না হলেও’ আগে গণভোট চায় জামায়াত

জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি না দেয়া পর্যন্ত বাংলাদেশে কোন নির্বাচন হবেনা:ডক্টর হামিদুর রহমান আযাদ

সংবাদ বিজ্ঞপ্তি:

বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য জননেতা ডক্টর এ,এইচ,এম,হামিদুর রহমান আযাদ বলেছেন জুলাই সনদের আইনী স্বীকৃতি না দেয়া পর্যন্ত এই দেশে কোন নির্বাচন সুস্ঠু ও গ্রহণযোগ্য হবেনা। তাই সরকারের উচিত হবে অবিলম্বে জুলাই সনদ রচনা সম্পন্ন করে তা বাস্তবায়ন করা। সরকার জনগণের ন্যায় সংগত দাবী পুরনে ব্যর্থ হলে ২৪ এর জুলাইয়ের মতো জনগণ তাদের ভোটাধিকার আদায়ে আবারো রাজ পথে নামতে বাধ্য হবে ।

তিনি বলেন, ৩৬ জুলাই ছাত্র- জনতার রক্ত বৃথা যেতে পারেনা। ৩৬ দিনের গন আন্দোলনে ফ্যাসিস্টের বিদায় হয়েছে। হাজার হাজার ছাত্র- জনতা আহত হয়ে এখনো চিকিৎসাধীন। জুলাই ঘোষণাপত্রে তাদের যথাযথ স্বীকৃতি নেই। যা ইতিহাসের প্রতি অবিচার করার শামিল।
ডঃ হামিদুর রহমান আযাদ আরো বলেন, বাংলাদেশের ৫৩ বছরের ব্যর্থতার প্রধান কারণ ত্রুটিপূর্ণ নির্বাচন। আসন্ন সংসদ নির্বাচনকে কাল টাকা ও সন্ত্রাসমুক্ত করতে হলে পি,আর পদ্ধতিতে সংসদ নির্বাচনের বিকল্প নেই। আরো বলেন, মানুষ দীর্ঘদিন থেকে ভোট কেন্দ্রে না যাওয়ার কারনে ভোট প্রদানে মানুষের অনাস্থা তৈরি হয়েছে। ভোট প্রদানে মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য নির্বাচন কমিশনকে যথাযথ ভুমিকা পালন করতে হবে।
তিনি আরো বলেন, নির্বাচনী মাঠে সকল দলের সমান সুযোগ সুবিধা তৈরি করতে সরকারের ভুমিকা এখনো প্রশ্ন বৃদ্ধ। তাই নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান। ডক্টর হামিদুর রহমান আযাদ আরো বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামি একটি নির্বাচন মুখি দল। গনতান্ত্রিক পন্থায় বাংলাদেশে একটি কল্ল্যাণ রাস্ট্র প্রতিষ্টা করার জন্য জামায়াত ইসলামি প্রতিটি নির্বাচনে অংশ গ্রহণ করে আসছে। তাই জনগণের ভোটাধিকার রক্ষার জমা অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে নেতা কর্মীদের প্রতি আহবান জানান। গতকাল ১৪ আগষ্ট বৃহস্পতিবার কলঘাট ও মাতারবাড়ি ইউনিয়নের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বাংলাদেশ জামায়াত ইসলামি মহেশখালী উপজেলা উত্তরের আমির মাষ্টার নজরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মৌলানা বশির আহমেদের সঞ্চালনায় মাতার বাড়ির একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দিন ব্যাপি কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জাকের হোছাইন, শ্রমিক কল্যান ফেডারেশনের মহেশখালী উত্তরের সভাপতি আনছারুল করিম, মাতার বাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলা উদ্দিন, ধলঘাট ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা অধ্যাপক শওকত আলী, মাতার বাড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ সরওয়ার আলম, ছাত্র শিবিরের ইউনিয়ন সভাপতি ওমর ফারুক, সহ ধলঘাট, ও মাতার বাড়ির প্রত্যেক কেন্দ্র কমিটির সভাপতি বৃন্দ।
ভয়েস / জেইউ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION