শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

মেসিকে নিয়ে মায়ামি ও আর্জেন্টিনাকে সুখবর দিলেন মাশ্চেরানো

খেলাধুলা ডেস্ক:
পায়ের মাংসপেশির চোটের কারণে লিওনেল মেসিকে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হতে পারে বলে গণমাধ্যমের খবরে জানা গিয়েছিল। যে কারণে ইন্টার মায়ামির হয়ে লিগস কাপের বাকি সময় এবং আর্জেন্টিনার জার্সিতে ঘরের মাঠে সম্ভাব্য শেষ ম্যাচ খেলা নিয়ে তৈরি হয় শঙ্কা। তাতে কিছুটা স্বস্তি মিলতে পারে মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানোর কথায়। তথ্যমতে, আগামীকালের (রোববার) ম্যাচেই মাঠে ফিরতে পারেন মেসি।

মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে রোববার ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামি আতিথ্য দেবে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিকে। প্রথমবারের মতো ম্যাচটিতে আর্জেন্টাইন মহাতারকা মাঠে নামতে প্রস্তুত বলে জানিয়েছেন মায়ামির কোচ। গত ২ আগস্ট লিগস কাপের নেকাক্সার বিপক্ষে ম্যাচে মেসি ডানপায়ে মাংসপেশির চোট পেয়ে মাত্র ১২ মিনিটেই মাঠ ছাড়তে বাধ্য হন। এরপর ১৩ আগস্ট থেকে তিনি টানা দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলন করছেন।

আসন্ন ম্যাচের আগে মেসির ফেরা নিয়ে আশাবাদী মায়ামি কোচ মাশ্চেরানো বলেন, ‘লিও এখন ভালো আছে। বুধবার থেকেই দলের সঙ্গে অনুশীলন করছে। যদি অস্বাভাবিক কিছু না ঘটে, তাহলেতাকে কালকের ম্যাচের দলে রাখা হবে।’ এদিকে, ভিসা-সংক্রান্ত কারণে কিছুদিন অনুশীলনে না থাকলেও, রদ্রিগো ডি পল গ্যালাক্সির বিপক্ষে স্কোয়াডে থাকছেন বলে নিশ্চিত করেছেন মায়ামি কোচ।

মায়ামির মিডফিল্ডার ফেদেরিকো রেদোন্দো সম্প্রতি লা লিগার ক্লাব এলচেতে যোগ দিয়েছেন এবং গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারও চার্লট এফসিতে যোগ দেওয়ার পথে। এই অবস্থায় নতুন করে দলে খেলোয়াড় যুক্ত করা প্রসঙ্গে মাশ্চেরানো বলেন, ‘ট্রান্সফার মার্কেটে এখনও এক সপ্তাহের বেশি সময় আছে। সংখ্যায় দল ছোট মনে হতে পারে, তবে আমরা যথেষ্ট ভারসাম্যপূর্ণ। হয়তো কিছু নির্দিষ্ট পজিশনে খেলোয়াড় প্রয়োজন, তবে আমার যা আছে, আমি তাতেই খুশি।’

কিছুদিন আগে অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে ট্রান্সফার উইন্ডোতে আর্জেন্টাইন মিডফিল্ডার ডি পলকে দলে ভেড়ায় ইন্টার মায়ামি। যা দলটির শক্তি বাড়িয়েছে। রক্ষণ ও আক্রমণভাগে তারা আরও নতুন খেলোয়াড় আনার চেষ্টা করছে। সূত্রমতে ইএসপিএন জানিয়েছে, মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের ডিফেন্ডার গঞ্জালো পিওভির সঙ্গে মায়ামির যোগাযোগ রয়েছে। তবে কোচ মাশ্চেরানো বিষয়টি নিয়ে সতর্ক থেকে বলেন, ‘(পিওভি সম্পর্কে) আমি যতটুকু জানি, আপনিও জানেন। আমাদের স্কোয়াডে নেই এমন খেলোয়াড় নিয়ে কথা বলতে চাই না। সেটা আমাদের দলের প্রতি ও অন্য ক্লাব ও খেলোয়াড়ের প্রতি অসম্মানজনক হবে।’

প্রসঙ্গত, ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনা আগামী ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে। সে ম্যাচের পর চারদিন পর ইকুয়েডরের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা। যেখানে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। মাঝে চোটের কারণে মায়ামি গত দুটি ম্যাচে পায়নি এলএমটেনকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION